মুকুল পুত্র শুভ্রাংশু গেলেন দিল্লী, কিন্তু সাথে ওরা কারা
নিউজ অনলাইন : জল্পনা তো চলছিল বেশ কিছুদিন ধরেই। এবং সেই জল্পনাই আর একটু এগিয়ে গেল সোমবার বিকেলে। সূত্রের খবর এদিন বিকেলে ৫টা নাগাদ কলকাতা বিমান বন্দর থেকে বিমানে চেপে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত বীজপুরের বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায়। শোনা যাচ্ছে, আগামীকাল অথবা পরশু দিন দিল্লীতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় নেতৃত্বের হাত দিয়ে গেরুয়া শিবিরে নাম লেখাবেন মুকুল তনয়। সূত্রের খবর এদিন শুভ্রাংশুর সাথে একই বিমানে বীজপুরের আরো বেশ কিছু স্থানীয় তৃণমূল নেতাও দিল্লীতে উড়ে গেছেন। এমনটাও শোনা যাচ্ছে আরো তিন তৃণমূল বিধায়কও নাকি এদিন দিল্লীর উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। কিন্তু এই তৃণমূল নেতারা বা বিধায়করা কে বা কারা, সেটা এখনো স্পষ্ট নয়। অবশ্যই আর দুই এক দিনের মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।
No comments