সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে বীরভূমের প্রাচীন মৌলেশ্বর শিব মন্দির
উত্তম মণ্ডল: সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মহুলা গ্রামের প্রাচীন শিবমন্দির। বীরভূম জেলার জেলা সদর সিউড়ি থানার খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন একটি আটপৌরে গ্রাম, নাম –মহুলা। এখানে রয়েছে পাথরের তৈরি একটি পাথরের প্রাচীন শিবমন্দির –“মৌলেশ্বর শিব মন্দির।” মন্দিরের গায়ে রয়েছে তিনটি ভাস্কর্য–নর্তকী, গাভী দোহনের দৃশ্য, দুটি হাতির লড়াই। মন্দিরের দরজা ছোট। ভেতরে মৌলেশ্বর শিব বিরাজমান। সংস্কারের অভাবে খসে পড়ছে চুন-সুরকির পলেস্তরা। বীরভূমের রাজনগর ব্লকের কবিলাসপুর ধর্মরাজ মন্দির ও সিউড়ি থানার ভাণ্ডীরবনের ভাণ্ডীশ্বর শিব মন্দিরের সঙ্গে এই মৌলেশ্বর শিব মন্দিরের গঠনগত মিল আছে। এ থেকে বলা যায়, এই তিনটি মন্দির এক-ই সময়ে এবং এক-ই শিল্পীর হাতে তৈরি। নির্মাণকাল খৃষ্টিয় ষোড়শ শতাব্দী। জেলার প্রাচীন স্থাপত্যকে ইতিহাসের প্রয়োজনে সংরক্ষণ জরুরি।
No comments