কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ভলিবল লীগে চ্যাম্পিয়ন ভারতী সংঘ
গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব বর্ধমান: শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভার দাঁইহাট পাইকপাড়ার ছোট কালীতলায় কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হয়েছিল ভলিবল লীগের খেলা।দুদিনের এই খেলায় রবিবার ফাইনালে মুখোমুখি হয় কাটোয়ার ভারতী সংঘ ও দাঁইহাটের জিতেন্দ্র স্মৃতি সংঘ।ফাইনাল খেলা ৫ সেটে অনুষ্ঠিত হয়। পরপর ৩ সেটে জয়লাভ করে ভারতী সংঘ।দাঁইহাটের জিতেন্দ্র স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাটোয়ার ভারতী সংঘ। রানার্সআপ হয় দাঁইহাটের জিতেন্দ্র স্মৃতি সংঘ।
।কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায় জানান,২৫ মে ও ২৬ মে দুদিন ধরে ভলিবল লীগ খেলা অনুষ্ঠিত হয় ।এবারে আটটি দল অংশগ্রহণ করেছিল।আটটি দল হল কাটোয়ার ইউনিক ক্লাব, কাটোয়ার রানার ক্লাব,কাটোয়ার ভারতী সংঘ, কাটোয়ার আপনজন, কাটোয়ার একতা সংঘ,চূড়পনী অগ্রগামী কলাঙ্গন,দাঁইহাটের জিতেন্দ্র স্মৃতি সংঘ,অগ্রদ্বীপ এথেলেটিক ক্লাব।গ্রীষ্মের রাত্রিতে
খেলা দেখতে ভীড় জমিয়েছিল প্রচুর দর্শক।
No comments