কাঁকিনাড়ায় গুলি করে খুন করা হল যুবককে
নিউজ অনলাইন : ফের জগদ্দলে শুট আউট। বছর আঠাশের এর চন্দন সাউ নামে এক যুবক কাটাডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে মাঠে বসে ছিল। প্রথমে ওই যুবককে লক্ষ্য করে বোমাবাজি করে, তারপর তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। সেখানেই লুটিয়ে পড়ে চন্দন সাউ। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। পুলিশ এসে ময়না তদন্তের জন্য দেহটি মর্গে পাঠায়। কি কারণে খুন তদন্ত শুরু করেছে পুলিশ। পেশায় প্রমোটিং এর কাজ করতো ওই যুবক।
No comments