Recent comments

ads header

Breaking News

লোকসভা ভোটে উত্তর ২৪ পরগণা জেলায় তৃণমূলের খারাপ ফলের দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক


নিউজ অনলাইন : লোকসভা ভোটে উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস দলের ফলাফলের পর্যালোচনা করতে আজ মধ্যমগ্রামে জেলার পার্টি অফিসে কোর কমিটির বৈঠক বসে।জেলার পাচঁটি সিটের পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়।জেলা সভাপতি হিসাবে ফলাফলের সব দায় জ্যোতিপ্রিয় মল্লিক নিজের কাঁধে তুলে নেন।পাশাপাশি জেলার অভ্যন্তরে রাজনৈতিক ভাবে ঘরছাড়া ও কর্মী দের ঘরে ফেরানোর জন্য নয় সদস্যের এক কমিটি(জ্যোতিপ্রিয় মল্লিক,নির্মল ঘোষ,পার্থ ভৌমিক,তাপস রায়,রথিন ঘোষ,ব্রার্ত বসু,মদন মিত্র,পূর্ণেন্দু বসু,সুজিত বসু,) গঠনের কথা বলেন। এই কমিটি দুটি কেন্দ্রের হারের পর্যালোচনা করবে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিজেপি যে যোগদান প্রসঙ্গে অর্জুন সিংয়ের জল্পনা কে উড়িয়ে দিয়ে জ্যোতিপ্রিয় বলেন,অর্জুনের বিরুদ্ধেও অনেক ফাইল তাদের কাছে আছে।প্রসঙ্গত বিজেপিতে  তৃণমূলের জনপ্রতিনিধি দের যোগদান প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আমরা  পরিস্থিতির উপর নজর রাখছি।রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে দল পরিচালনার কথা জানান তিনি।

No comments