Recent comments

ads header

Breaking News

বাগদায় অটো- ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ মৃত স্কুল পড়ুয়া, আহত এক


নিউজ অনলাইন : অটো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মৃত হল এক ছাত্রীর।  মৃতার নাম সুস্মিতা কর্মকার (২১)। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের দ্বিতীয়া বর্ষের ছাত্রী। আহত বোন মৌমিতা কর্মকারক । মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার নেতাজি পল্লী  এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে,  হেলেঞ্চা থেকে অটোতে করে বয়রার দিকে যাচ্ছিল দুই বোন  সুস্মিতা ও মৌমিতা। নেতাজী পল্লী এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানে ধাক্কা মেরে রাস্তায় পরে উল্টেপড়ে যায়। ঘটনা স্থালে মৃত্যু হয় সুস্মিতার। অহত অবস্থায় তার বোন মৌমিতা বাগদা হাসতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে বাগদা থানার পুলিশ। পুলিশ অটো চালকে আটক করেছে। ঘটনার তদন্ত করেছে তারা।

No comments