ধোঁয়াসা রেখেই কোর কমিটির বৈঠক ছাড়লেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং
নিউজ অনলাইন : ' তুমি কোন ভাঙ্গনের পথে ? ' কবিগুরুর গানের রেশ রেখেই বলা যায় অর্জুন ঘনিষ্ঠও ভগ্নিপতি তথা নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহের বিজেপিতে যোগদান ঘিরে অভূতপূর্ব প্রহেলিকা যা সুনীল সিংহের বক্তব্যের পরেও কাটছে না । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সর্বশেষ যে বক্তব্য রাকেন তা আরো সংশয়ে ঠেলে দেওয়ার পথে একটি অন্যমাত্রা রাখে । ' কে দিল্লী গেছে , কে যায় নি বলতে পারবো না , এখনও আপনাদের সামনে আছি , দেখুন আগে কি , ' । তার বক্তব্য মানুষের রায় মেনে নিতে হবে আর দল তদন্ত করছে বিপর্যয়ের কারণ । উল্লেখ্য , কোর কমিটির বৈঠক শেষ হওয়ার আগেই পার্টি অফিস ছেড়ে বেরিয়ে গেলেন নোয়াপাড়ার বিতর্কিত তৃণমূল বিধায়ক সুনীল সিং। বললেন, 'গারুলিয়া পুরসভায় আজ বোর্ড মিটিং রয়েছে। তাই, তাড়াতাড়ি চলে গেলাম। দলকে আমার যা বলার বলেছি। দল বিবেচনা করবে।' দলীয় সূত্রের খবর, বৈঠকে তিনি দলের নেতাদের কড়া ভাষায় নিজের বক্তব্য পেশ করেছেন। সঙ্গে নোয়াপাড়ার সাংগঠনিক দায়িত্ব পা্ওয়ার দাবী নিয়ে সওয়াল করেছেন । উল্লেখ্য, নোয়াপাড়ার সাংগঠনিক রাশ আপাতত পার্থ ভৌমিকের কবজায় রয়েছে। সুনীল অবশ্য বিজেপিতে যোগদান প্রশ্ন এড়ালেন কৌশলে। তাঁর কৌশলী পদক্ষেপ কি ভাঙ্গনের আর একটি দিশা , তাই এখন লাখ টাকার প্রশ্ন ।
No comments