Recent comments

ads header

Breaking News

স্বরূপনগরে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে প্রধানমন্ত্রী সড়ক যোজনা কাজ বন্ধ করে দিল বিজেপি


নিউজ অনলাইন : বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপ দা গ্রামের ঘটনা ।প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্প জেলা পরিষদের উদ্যোগে প্রায় দৈর্ঘ্য 800 মিটার পোস্ত আড়াই মিটার পিচের রাস্তার কাজ হচ্ছিল। বরাদ্দ প্রায় 15 লক্ষ টাকা। গ্রামবাসীর অভিযোগ নিম্নমানের মাল দিয়ে কাজ হচ্ছে এই অভিযোগে বিজেপি নেতৃত্ব ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সরকারি রাস্তার কাজ বন্ধ করে দিল। প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে হতাশায় পড়েছে স্বরূপ নগর স্বরূপ দা গ্রামের বাসিন্দারা। বিজেপি নেতা বাপ্পা নাথের অভিযোগ কে 6 দিন রাস্তা হয়নি তার মধ্যে পিচ উঠে যাচ্ছে অত্যন্ত খারাপ নিম্নমানের মাল দিয়ে কাজ করা হয়েছে এটা ঘৃণ্য চক্রান্ত অপরাধ ।স্বরূপনগর তৃণমূল নেতা আব্দুর রউফ জানান সিডিউল মেনে রাস্তার কাজ করা হচ্ছে যে রকম মাল নেওয়ার দরকার সেই ইমারতের জিনিস নিয়ম মেনে ব্যবহার করা হচ্ছে। বিজেপির চক্রান্ত করে সরকারি কাজ বন্ধ করে দিচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা পরিকল্পিতভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি ।

No comments