Recent comments

ads header

Breaking News

বারাসাত বঙ্কিমপল্লীতে বেশ কিছু দোকান ভাঙার উদ্যোগ নিল বারাসাত পুরসভা


নিউজ অনলাইন : মঙ্গলবার বারাসাত 23 নং ওয়ার্ডের ঘোলা কাছারি রোডের এক বেসরকারি কারখানার সম্মুখের বেশ কিছু দোকান ভাঙার উদ্যোগ নিয়েছিল বারাসাত পৌরসভা।কিন্তু এলাকার মানুষের চরম বিক্ষোভের মুখে পরে পিছু হটতে হয় তাদের।স্থানীয় মানুষের অভিযোগ,ওই কারখানার সামনে স্থায়ী দোকান করে দেবার জন্য পৌরসভা 23 টি দোকান মালিকের কাছ থেকে 40,000 টাকা নেয়।সেই মর্মে তাদের প্রত্যেকের কাছে টাকা জমা দেবার রসিদ ও দেওয়া হয়।আজ হঠাৎ করে সেই পৌরসভার উদ্যোগেই দোকান ভাঙার পরোয়ানা আসলে ক্ষোভে ফেটে পড়েন তারা।বেশ কয়েক টি দোকান ভাঙা হয়।পরে এলাকার মানুষের বিক্ষোভ ভাঙার কাজ স্থগিত থাকে।অস্থায়ী দোকান মালিক দের দাবি,দোকান পাকাপাকি বন্দোবস্ত তো দূর,উল্টে ভেঙে দেওয়া হয়েছে।বারাসাত পৌরসভার পুরোপিতা সুনীল মুখার্জি বলেন,কোর্টের অর্ডার মোতাবেক ভাঙার কাজের অনুমতি দিয়েছে পুরসভা।সেক্ষেত্রে স্থানীয় মানুষের সাথে আলাপ আলোচনা করে সমাধানের পথ বের করতে হবে।এলাকায় চাপান উতর।

No comments