Recent comments

ads header

Breaking News

বারাসাতে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার, কারণ ঘিরে ধোঁয়াশা


নিউজ অনলাইন :  মঙ্গলবার বারাসতের দ্বিজহরি দাস কলোনিতে ঘরের ভিতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার। পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে ফাঁসে আত্মঘাতী স্বামী।
মৃতদের নাম দেবব্রত দাস (32) ও বিষ্ণুপ্রিয়া দাস (27)। মৃত দেবব্রত গাড়িচালকের কাজ করেন। দম্পতির পাঁচ বছরের পুত্র সন্তান আছে। গরমের ছুটিতে সে বর্ধমানে রয়েছে। আজ সকালে এক প্রতিবেশী মহিলা বিষ্ণুপ্রিয়াকে ডাকতে গিয়েছিলেন। ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করা ছিল। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, খাটের বিষ্ণুপ্রিয়ার নিথর দেহ পড়ে রয়েছে। ফাঁসে ঝুলছে দেবব্রতর দেহ। পুলিশ দেহ দু'টি উদ্ধার করে ময়না তদন্ত পাঠিয়েছে।

No comments