নৈহাটি পৌরসভার চেয়ারম্যান এর ঘরে তালা লাগালেন স্থানীয় বাসিন্দারা
নিউজ অনলাইন : নৈহাটি পৌরসভায় চেয়ারম্যান এর ঘরে তালা লাগালেন স্থানীয় বাসিন্দারা।উত্তেজিত বাসিন্দারা খুলে নিয়ে গেলেন পৌরসভার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক।খবর পেয়ে পৌছালো পুলিশ।বসানো হলো পুলিশ পিকেট।পৌরসভার এক কর্মী বলেন হঠাৎ করে ৩০থেকে ৩৫জন জয় শ্রী রাম বলতে বলতে পৌরসভার ভেতর ঢুকে পড়েন।মার ধোর করে বের করে দেওয়া হয় পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জীকে। তারাই চেয়ারম্যান এর ঘরে তালা দিয়ে দেয়।এর পরে সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় ওই দুষ্কৃতীরা।বিজেপি কাউন্সিলর গনেশ দাস জানান যারাই এই কাজ করে থাকুক না কেন পার পাবেনা কেউ।তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবেই।তিনি পুলিশ কে কোনো রাজনৈতিক রং না দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ জানান।
No comments