সন্ত্রাস বিরোধী দিবস পালিত হলো রাজনগরে
উত্তম মন্ডল, রাজনগর, বীরভূম : সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিনকে সামনে রেখে "সন্ত্রাস বিরোধী দিবস" পালিত হলো জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। নেহেরু যুব কেন্দ্র, সিউড়ি শাখার আর্থিক সহায়তায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পরিচালনায় রাজনগর থানার গৌরীবাগান শিশু শিক্ষা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহেরু যুব কেন্দ্রের তরফে আকাশ গঙ্গোপাধ্যায়, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের তরফে আহ্বায়ক সেখ রিয়াজ উদ্দিন, সভাপতি সুনীল সাহা, সম্পাদক প্রভাত দত্ত, সাংবাদিক উত্তম মণ্ডলসহ এলাকার বিশিষ্টজনেরা। দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে উপস্থিত বক্তারা আজকের এই অস্থির সময়ে সন্ত্রাস মুক্ত এক সুন্দর পৃথিবী গড়ার ডাক দেন। এ বিষয়ে নেহেরু যুব কেন্দ্রের তরফে আকাশ গঙ্গোপাধ্যায় জানান, সন্ত্রাসবাদের জন্য আমাদের সবারই প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে। দেশের প্রতিরক্ষা ব্যয় বাড়ছে। অথচ সেই অর্থে আমাদের দেশের অনেক উন্নয়নমূলক কাজ করা যেতো। তাই সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করতেই হবে আমাদের নিজেদের স্বার্থেই। শেষে সবাই এক নতুন স্বচ্ছ ভারত গড়ার শপথ নেন।
No comments