বাংলার মানুষের টাকায় দিল্লিতে বিজেপি ১২ কোটি টাকার পার্টি অফিস তৈরি করেছেঃ অভিষেক
নিউস অনলাইনঃ বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী নুসরাত জাহান এর সমর্থনে বাদুড়িয়ার আটঘরা স্কুল মাঠে প্রকাশ্যে জনসভায় মঞ্চে উপস্থিত ছিলেন বাদুড়িয়ার চেয়ারম্যান তুষার সিংহ, জেলা পরিষদের সদস্য বুরহানুল মোকাদ্দিম সহ একাধিক নেতৃত্ব। ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল মোদিজীর ধমকানো চমকানির কাছে মাথা নত করেছে। একমাত্র তৃণমূল কংগ্রেস মাথা নত করেনি। ২০১৬সালের নভেম্বর মাসে পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পা মাটিতে পড়তোনা। এখন প্রায় প্রতিদিনই বাংলায় একদিন অন্তর একদিন ডেলি পাসেঞ্জারি করছেন। আপনাদের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা জুগিয়েছে। নোট বন্দির ফলে ১৩০কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। গত পাঁচ বছরে বাংলা কে লাঞ্ছিত বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। আপনারা যদি সিপিএম কংগ্রেসকে ভোট দেন তা নষ্ট হবে। আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে দিল্লির গদিতে এই সরকারকে সরিয়ে নতুন সরকার তৈরি হবে। দিল্লি থেকে নেতা আসছে বলছে বাংলায় কুড়িটা লোকসভা আসন পাবেন। লোকসভা তো দূরের কথা একটা হরিসভা আসন পেয়ে দেখান ১৯তারিখের ভোটের পর আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল। বাংলায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছেন, আপনারা বুঝতে পারবেন। নির্বাচনের পর মানুষের অতৃপ্ত ভালোবাসা ও জনসমর্থন আছে তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী তিন হাজার কোটি টাকা দিয়ে সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করেছে কিন্তু মানুষের উন্নয়নমূলক প্রকল্পের কিছু করেননি। পাঁচ হাজার কোটি টাকা নিজের প্রকল্পের জন্য উন্নয়ন করেছেন বাংলার কোন প্রকল্পের জন্য একটি পয়সাও দেননি।
No comments