একটুকরো সবুজের জন্য রাজনগর থেকে দুবরাজপুরে
উত্তম মণ্ডল, রাজনগর, বীরভূম: জল ধরে রাখা ও সবুজায়নের লক্ষ্যে স্বনির্ভর দলের শিক্ষামূলক ভ্রমণ রাজনগর থেকে দুবরাজপুরে। নাবার্ডের আর্থিক সহায়তায়, সৃজনী শিক্ষা নিকেতনের পরিচালনায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সহায়তায় রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গুলালগাছি, মানিকডিহি, ঝিকড়া, লাটুলতলা ও নারায়ণপুর-- এলাকার এই পাঁচটি গ্রাম থেকে দশজন করে মোট পঞ্চাশজনের একটি দলকে দুবরাজপুর থানার প্রতাপপুর, লক্ষ্মীনারায়ণপুর, পুংলাপুর, খোলাকুড়িসহ বিভিন্ন এলাকায় নাবার্ডের উদ্যোগে তৈরি আমবাগান, হাঁপা, অড়হর বাগান পরিদর্শন করানো হয়। মূলত রুক্ষ এলাকায় কীভাবে জলের ব্যবস্থাসহ সবুজায়ন করা যায়, সে বিষয়ে সদস্যদের সরেজমিনে দেখানো হয়। এবিষয়ে উদ্যোক্তাদের তরফে মহাদেব সিংহ জানান,আজ স্বনির্ভর দলের মানুষজনরা মাঠ থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করলেন। এবার নিজেরা নিজেদের এলাকায় এভাবেই জলের ব্যবস্থাসহ সবুজায়ন করতে পারবেন। অন্যদিকে, মিনতি মুরমু, হিমানী টুডু জানান, আমরা মাঠে-ঘাটে ঘুরে অনেক কিছুই জানলাম। ফিরে গিয়ে আমরা নিজেরা নিজেদের এলাকাকে এভাবেই সাজিয়ে তুলবো।
No comments