সন্ত্রাস করে বিজেপি কে রোখা যাবে নাঃ বাবুল সুপ্রিয়
নিউস অনলাইনঃ সন্ত্রাস করে বিজেপি কে রোখা যাবে না,প্রতিদিন যে ভাষায় মুখ্যমন্ত্রী কথা বলছেন তা এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় নি।বারাসতে বিজেপি প্রার্থী মৃনাল কান্তি দেবনাথের সমর্থনে এসে একথা বললেন বাবুল সুপ্রিয়। তিনি আরও বলেন,রাজীব গান্ধী নিয়ে অযথা কথা চলছে, পাবলিক ডোমেনে এই ধরণের কাটা ছেড়া সর্বত্র চলতে থাকে।বসিরহাট অঞ্চলে বিএসএফ দ্বারা দাঙ্গা চালানো হচ্ছে মমতার এই বক্তব্য প্রসঙ্গে বাবুলের জবাব,মানুষ মমতার এই মন্তব্য শুনছেন না,সাধারণ মানুষ সেন্ট্রাল বাহিনীর ওপর ভরসা রেখে বলছেন,সেন্ট্রাল বাহিনী দিন ভোট নিন,যুক্তি বাবুলের।আজ বারাসাতের বিভিন্ন রাজপথে বাবুলের এই প্রচারে সাধারণ মানুষের উৎসাহী ছিল চোখে পড়ার মতো।প্রায় দেড় ঘন্টা বাবুল সুপ্রিয় রোডশো করেন।
No comments