ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ এবং সাঁইথিয়া পুরসভায় জয় তৃণমূলের
নিউজ অনলাইন ডেস্ক : আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন। সেই নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল ৯ই ফেব্রুয়ারি বিকেল ৩টে পর্যন্ত। কিন্তু এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে মনোয়নপত্র জমা দিতে পারেনি বিরোধীরা। ফলে কার্যত নির্বাচনের আগেই বজবজ পুরসভা চলে আসলো ঘাসফুল শিবিরের দখলে। কিন্তু বাকি ৮ টি ওয়ার্ডে আগামী ২৭শে ফেব্রুয়ারি নামমাত্র নির্বাচন হবে।
অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা, যদিও বাকি ৩টে আসনে (১,৪ এবং ১২ নং ওয়ার্ডে) প্রার্থী দিয়েছে সিপিএম। এর ফলে সাঁইথিয়া পুরসভাতেও কার্যত ওয়াকভার পেয়ে গেল তৃণমূল শিবির।
যদিও বিরোধীরা শাসক দলের সন্ত্রাসের অভিযোগ তুলেছে এই দুটো পুরসভায় বেশিরভাগ ওয়ার্ডে প্রার্থী না দিতে পারার জন্য।
No comments