নির্বাচনের আগে বীজপুর থানার তৎপরতায় গ্রেফতার আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতী
সৌভিক সরকার : আগামী ২৭শে ফেব্রুয়ারি পুরসভা নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি সহ বীজপুর থানার তৎপরতায় গ্রেফতার শান্তনু দাস ওরফে শানু (32) নামে যুবক, বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহর কোনা কলোনি কবিরাজপাড়া এলাকায়।
বীজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়ার বড় মস্তান ভূত বাগান এলাকা থেকে একে গ্রেফতার করে। কোথা থেকে বা কি কারণে শানুর কাছে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি আসল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments