নৈহাটিতে বড়ি কারখানায় আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, অভিযোগের তির বিজেপির দিকে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ৪ঠা মার্চ রাতের অন্ধকারে নৈহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আম্রপল্লী অঞ্চলের বাসিন্দা সমর দাসের বড়ি কারখানায় আগুন লাগিয়ে দিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ।এই বড়ি কারখানার একটু দূরে বিজেপির একটি সভা ছিল।সমর দাসের অভিযোগ এই সভার শেষে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় তার বড়ি কারখানা। কিন্তু বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। তৃণমূল করার অপরাধে তার এই কারখানাতে আগুন লাগিয়ে দেওয়া হল,এই অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন সমর দাস ও তার পরিবার।
No comments