বাগদা সীমান্ত থেকে এক বাংলাদেশী মহিলা ও এক দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো বিএসএফ
সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা: বি এস এফ সূত্রে খবর রবিবার বিএসএফের ১০৭ নম্বর ব্যাটেলিয়ান এর বয়রা উত্তরপাড়া বি ও পি র জওয়ানদের এক যুবক ও এক মহিলাকে কাঁটাতারের দিকে যেতে দেখে সন্দেহ হয় l তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ওই মহিলার বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় আর ওই মহিলাকে চোরা পথে বাংলাদেশে পাঠাতে সাহায্য করছিল ওই যুবক l ধৃত মহিলার নাম নুর নাহার ২১ বছর ও ওই যুবকের নাম সাকোয়া রহমান l ধৃত মহিলা ও দালাল যুবককে বাগদা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ এর ১০৭ নাম্বার ব্যাটেলিয়ানের বি এস এফ l ধৃতদের আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ l
No comments