Recent comments

ads header

Breaking News

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ থেকে গাঁজা সহ গ্রেফতার ২

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন, দার্জিলিং : 
বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ এলাকায় নাকা তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে এডিসনাল এসপি মনোরঞ্জন ঘোষ বলেন যে আমরা গোপন সূত্রে খবর পাই যে গাঁজা কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সেই সময় নাগা তল্লাশি চালিয়ে গাঁজা সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। এবং ধৃতদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ধৃতের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments