Recent comments

ads header

Breaking News

বাম-কংগ্রেসের ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়ল বীরভূমের নানুরে

রোহিত সেখ , নিউজ অনলাইন, নানুর , বীরভূম:  
বীরভূমের নানুরের কীর্ণাহারে সকাল থেকে চলেন এই ধর্মঘট  বাস বন্ধ রাখা হয়েছে। যে সমস্ত যানবাহন চলছিল সেইসব যানবাহনগুলোকে বন্ধ রাখার জন্য অনুরোধ করে। এছাড়া যে সমস্ত দোকানপাট খোলা ছিল তাদের বন্ধ করার অনুরোধ করে ।

 ব্যাংক,রেল,কয়লা  প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারি করুন এর প্রতিবাদে সমস্ত কৃষক বিরোধী আইন এবং শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবিতে। আয়করের আওতার বাইরে সমস্ত পরিবার পিছু মাসে নগদ ৭৫০০ টাকা দেওয়া। প্রতীতি অভাবগ্রস্ত পরিবারকে মাথাপিছু বিনামূল্যে করে মাসে ১০ কেজি খাদ্যশস্য দেওয়া । ১০০ দিনের কাজ ২০০ দিন করার দাবিতে মোট ৭ দফা দাবিতে।

এছাড়া যে সমস্ত সরকারি ব্যাংক বেসরকারি করেছে সেই সমস্ত ব্যাংকের কর্মীদের ব্যাংক বন্ধ রাখার জন্য অনুরোধ করে ব্যাংক কর্মীদের এছাড়া সমস্ত ব্যাংকে লাগানো হয় সিপিআইএমের ফ্লাগ। 

পান্না চ্যাটার্জী জানায় কৃষি বিলের বিরুদ্ধে দ্রব্যমূল্যের বাজারে বৃদ্ধি এর প্রতিবাদে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই শ্রমিকদের দিন দিন বাদ দেওয়া হচ্ছে তাদের ১২ ঘন্টায় তাদের কাজ করতে হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের ধর্মঘট।


No comments