Recent comments

ads header

Breaking News

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ

সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা: 
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার পুলিশ। ধৃতদের নাম, কোওসার মণ্ডল ওরফে প্লাবন (২৪), আবু বাক্কার আলি মণ্ডল (২৯), বাসির হোসেন মণ্ডল (২০) ও আবদুল আমির মণ্ডল (২৪)। তারা জয়ান্তিপুর, নরহরি পুর ও খালিতপুরের বাসিন্দা।  গতকাল তাদের দক্ষিণ ছয়ঘরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


 সূত্র মারর্ফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পেট্রাপোল থানার দক্ষিণ  ছয় ঘরিয়া এলাকায় হানা দিয়ে চার জন দুষ্কৃতিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানাগিয়েছে,  তাদের কাছ থেকে একটি লোহার রড, একটি সাবল, একটি তরয়াল ও একটি ভোজালি উদ্ধার হয়েছে। ধৃতরা ওই এলাকায় ডাকাতি উদ্দেশ্যে জরো হয়েছিল। এদের মধ্যে প্লাবন পুরনো আসামি।  সে এর আগেও জেল খেটেছে। ছাড়া পাওয়ার পর নতুন টিম তৈরি করে ফের সমাজ বিরোধী কাজ শুরু করেছে বলে পুলিশের অনুমান।  ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

No comments