বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ইলিশ পাচারের সময় বিএসএফের হাতে আটক এক যুবক
সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা:
বাংলাদেশ থেকে অবৈধভাবে ইলিশ নিয়ে ভারতে ঢোকার মুখে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। ধৃতের নাম প্রকাশ হালদার ( ২৪)। গাইঘাটা থানার বর্নবেড়িয়ে এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১২ কিলো ইলিক মাছ উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, গতকাল সকালে উত্তর ২৪ পরগনার ডোবারপাডা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় প্রকাশকে দেখতে পায় ডোবার পাড়ার বিওপির ১৫৮ নাম্বার ব্যাটালিয়ানে জওয়ানেরা। তাকে আটক করে তারা। ধৃতের কাজ ছেকে ১৪ টি ইলিশ মাছ উদ্ধার হয়েছে। যার ওজন ১২ কিলো। ইলিস সহ প্রকাশকে গাইঘাটা থানার তুলে দেয় বিএসএফ। আজ তাকে বনগাঁর মহকুমা আদালতে তোলা হয়।
No comments