দক্ষিণ দিনাজপুরে পালিত হলো জাতীয় সংবিধান দিবস
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের সভাঘরে অনুষ্ঠিত হলো ভারতের জাতীয় সংবিধান দিবস। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এই দিন ভারতে প্রথম সংবিধান রচনা করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. ভীম রাও আম্বেদকর । দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি তাঁর এই অবদানকে সম্মান জানাতেই ২০১৫ সাল থেকে আজকের দিনটি ভারতীয় রাজনীতিতে সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে। এবছর সেই উৎযাপনের ছয় বছর। উল্লেখ্য, ভারতীয় সংবিধানের খসড়া চূড়ান্তকরণকারী কমিটির প্রধান ছিলেন বি আর আম্বেদকর। খসড়াটি তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। বালুরঘাট জেলা আদালতের বিচারপতি তথা আইনি পরিষেবা কেন্দ্রের সম্পাদিকা কুসুমিকা দে মিত্র বলেন ''সংবিধান দিবস'' পালনের মাধ্যমে দেশের সংবিধানের গুরুত্ব-আদর্শ এবং মূল্যবোধের প্রতি সবাই আরও সজাগ হবেন। তিনি আরও বলেন, এবছর সংবিধান তৈরির ৭১ বছর পূর্ণ করল আমাদের দেশ। ভারতের সংবিধানের কাঠামোকে নতুনভাবে সাজানোর অবদানকে মনে রাখার জন্যই ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। সমাজকর্মী সূরজ দাশ বলেন, আম্বেদকর লিখিত ভারতের সংবিধানে সাংবিধানিক নিশ্চয়তা ও সুরক্ষা সর্বাধিক সাধারণ জনসাধারণের প্রতি প্রদান করা হয়েছে । যেমন ধর্মীয় স্বাধীনতা, অস্পৃশ্যতা বিলোপ এবং সব ধরনের বৈষম্য নিরসনে তিনি সর্বাধিক গুরুত্ব দেন। আম্বেদকর নারীদের অধিক অর্থনৈতিক ও সামাজিক অধিকারের জন্য যুক্তি প্রদর্শন করেন। তিনি এতে বিধানসভার সমর্থন অর্জন করে সিডিউল কাস্টভুক্ত নারী সদস্যদের বা সিডিউল ট্রাইবদের জন্য বেসরকারি খাতে বিদ্যালয়, মহাবিদ্যালয় কর্মক্ষেত্রে চাকরির বিধান প্রদান করে নির্দিষ্ট আসনের ব্যবস্থা করেন, যা একটি সম্মতিসূচক পদক্ষেপ। দেশের আইন প্রণেতারা আশা করেন এর মাধ্যমে আর্থ-সামাজিক বিভাজন দূর হবে ও ভারতীয় অস্পৃশ্যরা সুযোগ-সুবিধা পাবে, যা ততদিন উপেক্ষিত ছিল। আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাননীয়া সম্পাদিকা কুসুমিকা দে মিত্র মহাশয়া, বিনশিরা গ্রাম পঞ্চায়েতের সচিব বিপ্লব দাশ, উজ্জীবন সোসাইটির সভাপতি অমল চন্দ্র মন্ডল, শিশু সুরক্ষা কমিটির সদস্য তথা সমাজকর্মী সুরজ দাশ, আইনি পার্শ্ব সেবক বিপ্রজিত সরকার, অর্পিতা দাস, রিতা মহন্ত, অঞ্জলি হেমরম, বিজয় বর্মন, মিঠু সাহা, অপু মহন্ত প্রমুখ।
No comments