Recent comments

ads header

Breaking News

বালুরঘাটে করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর:  এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাটের পদ্মপুকুর এলাকার। জানা গেছে আজ সকালে এলাকাবাসীরা কার্তিক পাল (৬১) নামে এক ব্যাক্তির মৃতদেহ  একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। আর তা নিয়েই ছড়ায় চাঞ্চল্য। পেশায় মিষ্টির কারিগর ওই ব্যাক্তি। পরিবারে  স্ত্রী,এক পুত্র ও দুই কন্যা রয়েছে। দুই মেয়ের  মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে,, ছেলে কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে। এই আত্মহত্যা ঠিক কি কারনে তা স্থানীয় মানুষ বলতে পারেনি। তবে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।  ঘটনার কারন জানতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।যদিও তার বাড়ির বক্তব্য যে লকডাউনের কারনে কাজ হারা হয়ে দীর্ঘদিন অবসাদে ভুগছিলেন। তিনি   তার ছেলেকে তার জন্য বাইরে একটি কাজ খুঁজে দিতেও বলেছিল বলে পরিবারের লোকেরা জানিয়েছেন।  তবে ঠিক এই কারনেই আত্মহত্যা কিনা তা জানা যায়নি।



No comments