মিসড কল দিয়ে ভালোবেসে ধর্ষণে অভিযুক্ত যুবক
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: মিসড কলের ভালোবাসা এক বছর পরেই মিসড। কিছুটা অবাক করা ঘটনা হলেও দক্ষিণ দিনাজপুরে এমনই এক ঘটনার অভিযোগ জমা পড়ল বালুরঘাট থানায়।কুমারগঞ্জ ব্লকের বাসিন্দা আদিবাসী এক তরুণী অভিযোগ করেন মিস কলের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর ব্লকের নারায়ণপুর এলাকার বাসিন্দা মিলন হাসদা নামে এক যুবক ওই তরুনীর সাথে মিসকল এর মাধ্যমে আলাপ হয়।পরবর্তীতে দীর্ঘ এক বছর ধরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর তরুণী জানতে পারে যে অভিযুক্ত ব্যক্তি বিবাহিত, তার স্ত্রী ও সন্তান বর্তমান রয়েছে। এরপর তরুণী ওই যুবকের সঙ্গে তার সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে।ওই যুবক তরুনীর বাড়িতে গিয়ে খাবারের সাথে মাদক মিশিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ তরুণীর। শুধু তাই নয় ধর্ষণের সাথে সাথে তরুণীর সেই মুহূর্তের ভিডিও করে রাখে অভিযুক্ত যুবক। পরবর্তীকালে ওই তরুণীর কাছ থেকে ভিডিও দেখিয়ে অভিযুক্ত যুবক বেশ কয়েক হাজার টাকা ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় বলে জানায় ওই তরুণী। ব্ল্যাকমেইল করার পরেও অভিযুক্ত নিপীড়িত তরুনীর ভিডিও হোয়াটসঅ্যাপে ভাইরাল করে দেয় বলে অভিযোগ। সেই কারণেই ওই নিপীড়িত তরুণী আজ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।আর তার ভিত্তিতেই অভিযুক্তকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ সূত্রের খবর। অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
No comments