পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যু ও বিজেপি কর্মীদেরকে মিথ্যা অভিযোগের ফাঁসানোর প্রতিবাদে বীরভূম জেলার সমস্ত থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
রোহিত সেখ , নিউজ অনলাইন, বোলপুর ,বীরভূম:
প্রসঙ্গত কিছুদিন আগেই বীরভূমের মল্লারপুরে পুলিশ হেপাজতে মৃত্যু হয় এক কিশোরের । নাম শুভ মেহেনা । বাড়ি মল্লারপুর থানার বাউরিপাড়ায় । মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানত মল্লারপুর এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থক রা। পাল্টা এই ঘটনায় পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী সহ দুই সদস্যের প্রতিনিধিদল গ্রামে গিয়ে ঘুরে দেখেন পুলিশকে নির্দেশ দেয় সঠিকভাবে তদন্ত করার। এই নিয়ে গতকাল বোলপুর সার্কিট হাউসে বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা , ও পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী প্রায় একঘণ্টা বৈঠক করেন। বিজেপির তরফ থেকে বীরভূম জেলার সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দেয়া হয়।পাশাপাশি বীরভূম জেলায় বিজেপি কর্মীদের কে একাধিক মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তার প্রতিবাদে এদিন বোলপুর, নানুর ,লাভপুর, খয়রাশোল দুবরাজপুর, সাঁইথিয়া, বিভিন্ন থানায় বিজেপির কর্মী-সমর্থকেরা ঘেরাও করে একটি স্মারকলিপি জমা দেয়। উপস্থিত ছিলেন বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, রাজ্যের যুব মোর্চার নেত্রী ইন্দ্রানী বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা।
No comments