Recent comments

ads header

Breaking News

বারাসাতে বামেদের ন্যায্য মূল্যের সব্জি বাজারকে রাজনৈতিক ভাবে আক্রমণ শাসক বিরোধী দুই দলের

সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা: বারাসত নবপল্লীতে বামেদের ন্যায্য মূল্যের সব্জি বাজার কে রাজনৈতিক ভাবে আক্রমণ শাসক বিরোধী দুই নেতৃত্ব।বারাসত জেলা বিজেপির সাংগঠনিক সহ সভাপতি শংকর দাস জানান,যেহেতু নির্বাচন আসন্ন, তাই প্রচারে আলোয় থাকার জন্য মানুষকে ভাওতাবাজি দেওয়ার জন্য বামফ্রন্ট বিভিন্ন জায়গায় ব্যানার,স্টল বসিয়েছে,এখানে না আছে কোন সবজি,না আছে কোন ন্যায্য মূল্য।বাজারের দামেই এদিক ওদিক করে বিক্রি করছে,এই কর্মসূচি আসলে নির্বাচনী রণকৌশল বলে মন্তব্য করেন শংকর বাবু।

অন্যদিকে বারাসতে মুখ্য প্রশাসক অশ্বিনী মুখ্যোপাধ্যায় বলেন,এটা একটা পলিটিক্যাল গিমিক দেওয়া চেষ্টা করছে বামেরা।অশ্বিনী বাবু খোঁজ নিয়ে দেখেছেন,ন্যায্যমূল্যে যে সব্জি মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে,তা গুনগতভা অত্যন্ত নিকৃষ্ট মানের মাল।এইভাবে যদি রাজনীতিতে ভেসে থাকা যায়,মানুষের পাশে আছি প্রমাণ করা যায় তারই একটা প্রয়াস বলে মন্তব্য করেন।

তবে রাজনৈতিক ব্যক্তিত্বের এই অভিযোগ সম্পুর্ন নস্যাৎ করে এক ক্রেতা,তিনি জানান,বামেদের এই ন্যায্য মুল্যের বাজারে সব্জির দাম অনেকটাই কম সাধারণ বাজার মুল্য থেকে।শুধু তাই নয় স্থানীয় বাজার থেকে ২০ থেকে ৩০ শতাংশ কম মুল্যে তারা সব্জি তুলে দিচ্ছে বলে এই ক্রেতা জানান।পাশাপাশি সরকারে সদিচ্ছা থাকলে সরকারও কম দামে আলু তুলে দিতে পারে সাধারণ মানুষের কাছে বলেও মন্তব্য করেন।

No comments