শিলিগুড়ি মহকুমার রাঙাপানি থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শনিবার শিলিগুড়ি মহকুমার রাঙাপানির NRL এর ভিতর থেকে অজগর উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন ওই NRL এর ভেতরে থাকা কর্মীরা প্রথমে অজগরটিকে দেখতে পান। এই দেখে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তরীঘরী খবর দেওয়া হয় বন বিভাগে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। এর পাশাপাশি জানা গিয়েছে উদ্ধার হওয়া অজগরটি ৮ লিট লম্বা। এবং সেইটি সুস্থ রয়েছে।
No comments