টিটেনাসের বদলে প্রেসারের ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: টিটেনাসের বদলে রুগিকে প্রেসারের ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের বিরুদ্ধে।
পায়ে পেড়েক ফোটায় হাসপাতালে ডাক্তার দেখিয়ে টিটেনাস নিতে গিয়ে ছিলেন ভাটপাড়ার এক গৃহবধূ। আর তারপরেই আবারও ভুল চিকিৎসা করার অভিযোগ উঠলো সরকারি হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার এমনই অভিযোগ উঠলো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। শ্যামনগর দক্ষিণ পল্লীর বাসিন্দা অনামিকা দাসের পায়ে পেরেক ফুটে যাওয়া।, ভাটপাড়া স্টেট জেনারেলে চিকিৎসা করাতে যান তিনি। সেইখানেই ভুল চিকিৎসা করার অভিযোগ তোলেন পরিবার।তাদের অভিযোগ ডাক্তারের প্রেসক্রিপশনে টিটেনাস এর ওষুধ দেওয়ার কথা থাকলেও অনামিকা দাসকে প্রেসারের ইনজেকশন দেওয়া হয়। হাসপাতালে দাঁড়িয়ে থাকতে থাকতেই অসুস্থ হয়ে পড়ে অনামিকা। তারপরই হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা এসে চিকিৎসা শুরু করে তাঁর। অনেকটাই সুস্থ হয়ে উঠলে অনামিকাকে ছেড়ে দেওয়া হয়।এর মধ্যে অনামিকা দাসের বাড়ির লোকজন হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
No comments