শারদীয়া উপলক্ষ্যে জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৫০০ শিশু ও বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন, পূর্ব বর্ধমান: আজ পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে ৫০০ শিশু ও বয়স্ক মহিলাদের শাড়ি ও জামাকাপড় তুলে দেওয়া হয়। বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বস্ত্রদান অনুষ্ঠান থেকে বলেন, " আজ ৫০০ জন অসহায় বয়স্ক মহিলা ও শিশুদের বস্ত্র ও জামাকাপড় তুলে দেওয়া হলো। তিনি আরো জানান এই মহামারী পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা নতুন বস্ত্র হয়তো কিনতে পারেনি, আমরা চেষ্টা করেছি যাতে তারা নতুন বস্ত্র এই আনন্দের দিনে পড়তে পারে"। অপরদিকে পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক সকলের উদ্দেশ্যে বলেন, " সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে মাস্ক পরে যেন সকলে বাইরে বের হন। তিনি আরও বলেন, আজ মা দুর্গার বোধন, আর এই শুভলগ্নে অসহায় গরীব শিশু ও বয়স্ক মহিলাদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে খুশি ও আপ্লুত"।
No comments