মাস্ক ছাড়া রাস্তায়, বীরভূম জেলা জুড়ে পুলিশের অভিযান, ২৫০ এর উপর গ্রেফতার ৭৫০ এর কিছু বেশি আটক
রোহিত সেখ, নিউজ অনলাইন, ইলামবাজার, বীরভূম: পুজোর আগে আবারও কড়া পুলিশ, মুখে নেই মাক্স কান ধরে উঠবস ৪ যুবককে, বীরভূমের ইলামবাজারের ঘটনা। প্রসঙ্গত করোনাভাইরাস এর জেরে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের রীতিমত এই মরণ ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা দেশ তার জেরেই জারি হয়েছে লকডাউন বন্ধ হয়েছিল দোকানপাট ব্যবসা-বাণিজ্য বিভিন্ন কর্মস্থল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এই মরণ ভাইরাস থেকে রিয়াই পাচ্ছেনা মানুষজন। বাঙালির সবথেকে বড় উৎসব দূর্গা উৎসব আর সেই উৎসবের জমায়েত এর মধ্যে স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু উচ্চ আদালতের ঐতিহাসিক সিদ্ধান্তের পর শারীরিক ভাবে নড়েচড়ে বসেছে প্রশাসন।বলাই চলে পুজোর আগে আবারও সিংগাম এর ভূমিকায় বীরভূম জেলা পুলিশ এদিন দেখা গেল ইলামবাজার থানার অন্তর্গত বাসষ্ট্যান্ড এলাকায় কিছু যুবক মাক্স ছাড়াই অবাধে বাইক নিয়ে ঘোরাঘুরি করছিল ইলামবাজার থানার পুলিশ সেই যুবকদের আটক করে তাদেরকে কান ধরে উঠবস করে শাস্তি দেয়। একই ছবি শান্তিনিকেতন, বোলপুর, পারুই ,নানুর ,কীর্ণাহার, এলাকায়। বিভিন্ন জায়গায় ব্যাট করছে পুলিশ। পাশাপাশি এদিন শান্তিনিকেতন থানার উদ্যোগে গরীব দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র স্যানিটাইজার মাছ তুলে দেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি।
No comments