সরকারি খাদ্যের জি আর বন্টনের দাবিতে বালুরঘাটে বামফ্রন্টের অবস্থান বিক্ষোভ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আগের তালিকা বজায় রেখে গরিবদের নায্য সরকারি খাদ্যের জি আর বন্টনের দাবিতে আজ বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলো দক্ষিন দিনাজপুর জেলা বামফ্রন্ট। পাশাপাশি এই দাবি নিয়ে তাদের দাবি সনদও প্রদান করল বালুরঘাট পুরসভাতে।
জেলা বাম ফ্রন্টের নেতা তথা আর এস পি দলের নেতা বিমল সরকার এব্যাপারে বালুরঘাট পুরসভার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন গরিব মানুষদের সরকার জি আর দিয়ে থাকে এবং তা বিডিও অফিস বা পুরসভাতে থাকা তালিকা অনুযায়ী সেই সব জি আর এর টোকেন বিলি করা হয়ে থাকে। এতদিন সেই পুরনো তালিকা দেখেই বালুরঘাট পুরসভা সরকারি জি আর এর টোকেন বিলি করে আসছিল। আর এস পি নেতার অভিযোগ কিন্তু হঠাৎ করে দেখা গেল বালুরঘাট পুরসভা সেই পুরনো তালিকা বাতিল করে রাতারাতি নতুন তালিকা বানিয়ে সে সব মানুষদের মধ্যে জি আরের টোকেন বিলি করছে।অথচ পুরনো তালিকায় থাকা গরিব মানুষজন জি আর না পেয়ে সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের আজকে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। তার আরও দাবি পুরসভা এভাবে পুরনো তালিকা বাতিল করতে পারেনা। তদন্ত করে তারা যদি দেখে এসব মানুষজন রাতারাতি বড়লোক হয়ে গেছে তাহলে তারা তাদের তালিকা থেকে বাদ দিতেই পারে তাতে কারো কিছু বলার নেই। কিন্তু তদন্ত না করে যেসব গরিব ওই তালিকায় রয়েছেন তাহলে তাদের কেন সরকারি এই সাহায্যের জি আর টোকেন থেকে বঞ্চিত করা হবে। আমাদের দাবি মানা না হলে এই আন্দোলোন আগামীতে তারা আরও ব্যাপক ভাবে পথে নামতে বাধ্য হবেন বলে তিনি জানান।
No comments