পাঁশকুড়াতে বিজেপির গণতন্ত্র বাঁচাও অভিযান
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
বাংলায় রাজনৈতিক হিংসা, দুর্নীতি, স্বজনপসন, বিজেপি কর্মীদের হত্যা, মিথ্যে কেস দিয়ে হয়রানি প্রতিবাদ এ আজ রাজ্যজুড়ে বিজেপির "পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও" কর্মসূচি হলো পাঁশকুড়া তে । এদিন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আশীষ মন্ডল ও স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে পাঁশকুড়া বালিডাঙরা প্রাইমারি স্কুল থেকে মিছিল শুরু হয়ে পাঁশকুড়া ১ নম্বর বিডিও অফিস পর্যন্ত যায়। বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শেষে বিডিওর কাছে স্মারকলিপি দিতে গেলে বিডিও না আসায় জয়েন বিডিও কে স্মারকলিপি দেওয়া হয়।
No comments