Recent comments

ads header

Breaking News

ব্যাবহৃত পিপিই কিট রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল বারাসাত নবপল্লী এলাকায়

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
 করোনা সংক্রমণের ক্রমবর্ধমান আবহে ব্যবহৃত পিপিই কিট পড়ে আছে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্য বারাসাতে নবপল্লী এলাকায় রাস্তার পাশে। একপাশে বারাসাতের একটি ডায়াগোনস্টিক  সেন্টার যেখানে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট হয়। লকডাউনের সকালে শুক্রবার এলাকার মানুষ নবপল্লী সার্কুলার রোডে পিপিই কিট পড়ে থাকতে দেখেই  শিউরে উঠলেন। তারা কাছে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ারদের বিষয়টি জানিয়েছিলেন।তথাপি দীর্ঘ সময় ধরে পড়ে থাকল  ব্যবহৃত কিট। আর এ বিষয়ে অস্বস্তি বাড়তে থাকল এলাকাবাসীর। অবশেষে পৌরসভার প্রশাসকমন্ডলীর স্বাস্থ্যর দায়িত্বে থাকা প্রশাসক চম্পক দাস সরাসরি কাঠগড়ায় তুললেন নবপল্লীর ডায়াগোনস্টিক সেন্টারটিকে । চম্পক  দাস ডায়াগোনস্টিক সেন্টারের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুললেন  গণ মাধ্যমের সামনে। তিনি  বিষয়টির বিশদ খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। উল্লেখ্য,অতি সম্প্রতি রাজ্যের একাধিক মন্ত্রী জানিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনায় কোভিড সংক্রমণ বাড়ছে সচেতনতার অভাবে। তার অনতিবিলম্বে বারাসাত হাসপাতালে প্রকাশ্যে পিপিই কিট পড়ে থাকার পরে  চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেই সরব হয়েছিলেন। তাতেও বিশেষ হুঁশ ফেরে নি অনেকেরই। বারাসাতে  নবপল্লীর ডায়াগোনস্টিক সেন্টারের পাশে প্রকাশ্যে পিপিই কিট সেরকম বার্তাই দিচ্ছে।।

No comments