Recent comments

ads header

Breaking News

জামালপুর ব্লকের আত্মা কমিটির পক্ষ থেকে স্থানীয় ২৪ জন মৎস্যচাষীকে দুটো করে হাড়ি সহ একটি করে জাল প্রদান

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের আত্মা কমিটির পক্ষ থেকে স্থানীয় ২৪ জন মৎস্যচাষীকে দুটো করে হাড়ি সহ একটি করে জাল প্রদান করা হলো।  উপস্থিত ছিলেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, এ ডি এ সানজীবুল ইসলাম, আত্মা কমিটির কর্মদক্ষ সুনীল ধারা সহ আত্মা কমিটির অন্যান্য সদস্যরা। মৎস্য মারিব খাইব সুখে এই প্রবাদটা বোধহয় মাছে-ভাতে বাঙালি অজানা নয়, তাই বাঙালির পাতে মাছের টুকরো রোজকারের বিষয়,  মাছ চাষে এগিয়ে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, মৎস চাষ কে আরও জনপ্রিয় করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বলে জানান, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।

No comments