বিনা দোষে বিজেপির যুব মোর্চার সহ সভাপতি মুকুল সাহা কে বাড়ি থেকে থানায় তুলে আনার প্রতিবাদে মুকুল সাহাকে অবিলম্বে ছাড়ার দাবি জানিয়ে বিক্ষোভ অবস্থান, ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার তপন থানায়
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
জানা যায়, পুলিশ বুধবার রাত্রি ২ টোর সময় মুকুল সাহার বাড়ীর দরজা ভেঙ্গে থানায় নিয়ে আসে। আর সব থেকে আর্শয্য ঘটনা হলো যে তার নামে কোনও রকম পুলিশি ডাইরী নেই তবুও তাকে গ্রেফতার করা হয়। তপন থানার ওসির কাছে কাছ কেন গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন করলে বা জানতে চাইলে তার নামে কি কেস আছে, তখন তিনি জানান কোনও কেস নেই কিন্তু আমরা থানা থেকে মুকুল সাহা কে ছাড়তে পারবো না, কোর্ট থেকে বেল নিতে হবে। বিজেপির বক্তব্য যে তার নামে যদি কোনও কেস না থাকে তাহলে তাকে থানা থেকে কেনো ছাড়া হচ্ছে না আর বাড়ীঘর ভাঙচুর কেনো করা হবে।মুকুল সাহাকে ছাড়ার দাবী নিয়ে দিনভর বিক্ষোভ অবস্থান তাদের।
No comments