দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বকে বিনা কারনে গ্রেফতারের প্রতিবাদে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বকে বিনা কারনে গ্রেফতারের প্রতিবাদে আজ বালুরঘাট থানার সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল দক্ষিন দিনাজপুর জেলা ফরওয়ার্ডব্লক। লকডাউন বিধির মান্যতা দিয়ে তারা আজ বালুরঘাট শহরের তাদের দলীয় কার্যালয় থেকে এর প্রতিবাদে একটি মিছিল বের করে। সেই মিছিল শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে বালুরঘাট থানার সামনে এসে তাদের দলের রাজ্য নেতৃত্বদের গ্রেফতার ও তাদের পুলিশি হেনস্থ্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে।
জেলা ফরওয়ার্ডব্লকের সাধারন সম্পাদক সুব্রত দাস অভিযোগ জানিয়ে বলেন গতকাল উত্তর চব্বিশ পরগনার বিডিও অফিসের সামনে তাদের দলের একটি কর্মসুচী ছিল। সেই কর্মসুচী সেরে দলীয় অফিসে ফেরার সময় দেগংগা থানার পুলিশ বিনা কারনে তাদের দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, , রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাসকে পুলিশ আচমকাই গ্রেফতার করে। বিনা কারনে তাদেরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের প্রতি পুলিশ অন্যায় আচরন করে। এর প্রতিবাদে আজ তারা রাজ্য ব্যাপি ধিক্কার দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। সেইমত আজ তারা লকডাউনের বিধি মেনে মিছিল করে এসে বালুরঘাট থানার পুলিশের কাছে দলের তরফে এই প্রতিবাদের স্মারকলিপি প্রদান করতে এসেছেন বলে তিনি জানান।
No comments