খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও একটি পথসভা হলো খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, তোরকোণা বাজারে। মিছিলটি শুরু হয় আম্বা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শেষ হয় তোরকোণা বাজারে। মিছিলে অংশগ্রহণ করেন, পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, কৈয়ড় অঞ্চল প্রধান আগমনী চক্রবর্তী(দলুই), উপপ্রধান শাজাহান মন্ডল সহ আগত তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এদিনের পথসভা থেকে বক্তৃতা রাখতে গিয়ে খণ্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, "কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজকের এই মিছিল ও পথসভা করা হলো, কেন্দ্রের বিজেপি সরকার নানাভাবে বাংলার মানুষকে বঞ্চনা করছেন, একের পর এক সব কিছু বিক্রি করে দিচ্ছেন, তার বিরুদ্ধে ধিৎকার জানিয়ে আমাদের এই পথসভা"। অপরদিকে খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "কেন্দ্রসরকারের বঞ্চনার বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে লড়বো, বাংলার মানুষ সব বোঝেন তারা এর মুখ্য জবাব ব্যালট মারফত দেবেন"। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন, "কেন্দ্র সরকার একের পর এক বিক্রি এবং বেসরকারিকরনের সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো জনগন বিরোধী,আর তারই প্রতিবাদে আজকের এই পথসভা, সাথে সাথে এও বলেন, ভারতীয় স্টেট ব্যাংকের কর্মী ছাঁটাই এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই "।
No comments