Recent comments

ads header

Breaking News

গঙ্গারামপুরে বিজেপিতে যোগ দিল শতাধিক মানুষ

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:  ভোট যতই এগিয়ে আসছে দক্ষিন দিনাজপুর জেলায় দল বদলের  হিড়িক বাড়ছে।  সেদিক দিয়ে দেখলে দল বদলে জেলায় এখনও বেশি লাভবান গেরুয়া শিবির।  প্রায় প্রতিদিন জেলার হিলি থেকে মালদা সীমান্তের মেহেদীপুর আবার কুমারগঞ্জ থেকে উত্তর দিনাজপুর সীমান্তের কুশুমন্ডি পর্যন্ত   কোথাও না কোথাও বাম শিবির বা ঘাস ফুল শিবির থেকে দলে দলে লোকজন গেরুয়া শিবিরে যোগদান করছে। গতকালও দক্ষিণ দিনাজপুর জেলার  গঙ্গারামপুর বিধানসভার zp13 মন্ডলের বুনাইল গ্রাম এলাকার তৃণমূল ও আরএসপি দল ছেড়ে প্রায় 50 টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে  টেনে নিলেন বিজেপি দলের  দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মাননীয় শ্রী বিনয় কুমার বর্মন, জেলা সাধারণ সম্পাদক  শ্রী গৌতম রায়, ST মোর্চা সভাপতি  বুদরাই  টুডু, ও  zp13 মন্ডলের সভাপতি অপূর্ব সরকার সহ অন্যান্য কার্যকর্তাগন।

আর এই দলবদলের ফলে একদিকে যেমন ক্রমেই জেলায় শক্তিবৃদ্ধি হচ্ছে গেরুয়া শিবিরের। অন্যদিকে ভোটের আগে শক্তি হারাচ্ছে বাম সহ বিরোধীদল গুলি।অপরদিকে জেলায় তৃনমুলকে যেন অনেকটা ছন্নছাড়া ভাব দেখা যাচ্ছে। অর্পিতা ঘোষের বিদায়ের পর বিপ্লব মিত্রের ফের দলে ফিরে আসাও যেন ঘাসফুল শিবিরকে উজ্জিবিত হতে দেখা যাচ্ছেনা। যার ফলে ভোটের আগে প্রতিদিন যেন তাদের  ঘর ভেংগে গেরুয়া শিবিরে যাওয়া ভবিতব্য হয়ে দেখা দিয়েছে। আগামীতে কি হয় এখন সেটাই দেখার।

No comments