দীঘা নন্দকুমার জাতীয় সড়কে লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ফতেপুর বাসস্ট্যান্ডের কাছে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার পর লরিতে আগুন লেগেছে। আগুন দ্রুত ছড়াতে থাকে। দুটি গাড়ি দাউদাউ করে জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে একাধিক পর্যটক এর গাড়ি ও পণ্যবাহী লরি। দুর্ঘটনার পর লরি চালক পলাতক।
জানা গিয়েছে দীঘা থেকে রামনগর দিকে আসছিল একটি বাইক। উল্টোদিক থেকে যাচ্ছিল একটি পণ্য বোঝাই লরি। ফতেপুরে বাসস্ট্যান্ডের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি লরির ভেতরের আটক পড়ে। এরপর লরিটি প্রায়ই ২০০ মিটার টেনে যায়। রাস্তার সঙ্গে সংঘর্ষের ফলে আঙ্গুন লেগে যায়। ঘটনার স্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। সংঘর্ষে দুই বাইক আরোহী সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।
No comments