সেবা সপ্তাহ উপলক্ষ্যে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল যুব মোর্চা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: সেবা সপ্তাহ উপলক্ষে একদিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল বিজেপির যুব মোর্চা। বুধবার যুব মোর্চার তপন মন্ডল কমিটির পক্ষ থেকে গোফানগর পঞ্চায়েতের ভবানীপুর মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। জেলায় রক্তের সংকট দূর করতে এদিনের শিবিরের মাধ্যমে বেশ কিছু মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, জেলা সম্পাদক বিভাস সরকার ও কাজল বর্মন, জীবমন্ডল সভাপতি কানাই বর্মন সহ অন্যান্য কর্মকর্তারা।
যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, সেবা সপ্তাহ উপলক্ষে স্বচ্ছতা অভিযান সহ অন্যান্য কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি ১৬ টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
No comments