Recent comments

ads header

Breaking News

অন্য এক পৃথিবীর খোঁজে পুলিশ দিবসে, কীর্ণাহার পুলিশ ফাঁড়িতে পুলিশ কর্মীদের সম্মান স্পন্দন ফাউন্ডেশনের

রোহিত সেখ, নিউজ অনলাইন,কীর্ণাহার, বীরভূম: পশ্চিমবঙ্গ পুলিশ শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ-দমনের মধ্যেই আর সীমাবদ্ধ নেই, প্রাকৃতিক বিপর্যয়, নানাবিধ সমাজসেবামূলক কাজেও এ রাজ্যের পুলিশ ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে প্রথম দিন থেকে পুলিশের সর্বস্তরের কর্মীরা একেবারে সামনের সারিতে থেকে ডাক্তার-স্বাস্থ্যকর্মী এবং সাফাই কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন।
পুলিশ বাহিনীর সর্বস্তরের কর্মীদের পরিশ্রমকে সম্মান দিতে এবং রাজ্যের সার্বিক উন্নয়নে পুলিশ বাহিনীর ভূমিকাকে স্বীকৃতি প্রদান করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর পহেলা সেপ্টেম্বর দিনটিকে ‘পুলিশ ডে’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ বাহিনীর সম্মানে একটি বিশেষ দিনকে রাজ্যব্যাপী উদযাপনের এই ঘোষণা সারা দেশে এই প্রথম। যা নজিরবিহীন। পুলিশের কাছেও এক বিপুল সম্মান প্রাপ্তি। পুলিশ দিবসের কথা মাথায় রেখে স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ কীর্ণাহার পুলিশ ফাঁড়িতে পুলিশ দিবস পালন করা হয়। আজকে পুলিশ দিবসে সকল পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানানো হয়, সমস্ত পুলিশকর্মীদের মিষ্টিমুখ করানো হয়, কেক কাটা হয়, ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়,  উপস্থিত ছিলেন নানুরের বিভিন্ন পুলিশ আধিকারিক। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কীর্ণাহার ফাঁড়ির ইনচার্জ দীনেশ মুখার্জি ও সি আই  নানুর সুবীর বাগ।

No comments