বীরভূম সফরে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
রোহিত সেখ,নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: কেন্দ্রীয় সরকার যখন লোকসভায় অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব রাখছে না, তখন তৃণমূল প্রতিবাদ করেছে, এমত অবস্থায় অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত, আসলে তৃণমূল পাবলিসিটি নেওয়ার ধান্দা বীরভূমের কীর্নাহারে দলীয় কর্মসূচির পর সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ বাবু বলেন গোটা রাজ্য জুড়ে কার্যত তৃণমূলের সন্ত্রাস চলছে এবং পুলিশ তাদের মদদ দিচ্ছে। এছাড়াও বিশ্বভারতী পাঁচিল কান্ড প্রসঙ্গ বলেন, তৃণমূল দল শান্তিনিকেতনের জমি দখল করে দুষ্কৃতীদের বসিয়ে দিচ্ছে, টাকা নিয়ে ব্যবসায়ীদের বসিয়ে দিচ্ছে, তৃণমূল দলটা জমি হাঙ্গর, জমি মাফিয়া মত কাজকর্ম করছে তাই শান্তিনিকেতন দখল করার চেষ্টা করছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্বপল্লী পৌষ মেলার মাঠে পাঁচিল হবে তাও একবার পরিষ্কার করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শিক্ষাঙ্গনে মাফিয়া রাজ চলছে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল বিস্ফোরক দিলীপ ঘোষ। এছাড়াও রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উত্তরবঙ্গ গণধর্ষণকাণ্ডে বলেন এর বিচার হবে আমরা শেষ দেখে ছাড়ব।
No comments