কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস, বোলপুরে বিক্ষোভ দেখিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি কংগ্রেসের
রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যেভাবে ১০০ দিনের শ্রমিকদেরকে বিভিন্ন কাজ থেকে বঞ্চিত করছে পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তার প্রতিবাদে আজকে বোলপুর শহরের কংগ্রেসের তরফ থেকে একটি মিছিল করে বোলপুর মহকুমা অফিসের সামনে বিক্ষোভ স্মারকলিপি দেওয়া হল বেশকিছু দাবি-দাওয়া নিয়ে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল সরকারের একাধিক জায়গায় চলছে অবস্থান-বিক্ষোভ দিকে দেখে বিক্ষোভ এবার কংগ্রেস কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন।
No comments