পুকুর থেকে টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, মেমারি থানার অধীনস্থ, কুচুট গ্রাম পঞ্চায়েতের বড়মাশাগড়িয়া গ্রামের, জামা মসজিদ এবং প্রাইমারি স্কুলের ঠিক পিছনের একটি জলাশয়ে যে ঘটনা ঘটলো তা রীতিমতো চমকে দিয়েছে এলাকার মানুষদের। পুকুরে ডুব দিলেই পাওয়া যাচ্ছে গোছা গোছা টাকা। প্রথমে অনেকেই বিশ্বাস করতে না চাইলেও পড়ে ঘটনার কথা কানাকানি হতেই রীতিমতো শোরগোল পরে যায় উক্ত পুকুর পাড়ে। কেউ ডুব দিয়ে ২০০০ টাকার নোট আবার কেউবা ৫০০টাকা, আবার কারো ভাগ্যে জুটেছে ১০ টাকার নোট।
মেমারি থানার পুলিশ বিষয়টি জানতে পারলে, ঘটনাস্থলে তাঁরা উপস্থিত হন এবং স্থানীয় মানুষজন ও মাছ ধরার জেলেদের সাহায্য নিয়ে বেশ কিছু টাকা উদ্ধার করেন।
No comments