রাস্তার বেহাল দশা থেকে মুক্তির রাস্তা ধুলোর ঝড়
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ধুলোর ঝড় তুলেই রাস্তার বেহাল দশা থেকে পরিত্রান খুঁজছে বারাসাত। লকডাউনের অবসরে রাস্তা সারাই করতে গিয়ে ধুলোর ঝড় তুলে যন্ত্রনা মুক্তির স্বপ্ন দেখছে বারাসতবাসী তথা এতদিন ভোগান্তিতে থাকা মানুষ।দীর্ঘদিন বারাসতের ডাকবাংলো মোড় থেকে ময়না পর্যন্ত কৃষ্ণনগরগামী রাস্তা বেহাল।মাঝে ডাকবাংলো থেকে ১১ নং রেল গেট পর্যন্ত রাস্তা সামান্য কাজ হয়েছিল। সোমবার সেপ্টেম্বর মাসের সাত তারিখ রাজ্য জুড়ে লক ডাউন। রাস্তায় সেই অর্থে যানবাহন নেই। ফাঁকা রাস্তায় ধূলোর ঝড় তুলে রাস্তা সারাই এর কাজ শুরু করেছে পি ড্বলু ডি। আজ তাদের লক্ষ বারাসত শহরের মধ্যে দিয়ে যাওয়া কৃষ্ণনগর রোডের সারাই এর কাজ শেষ করা।ফাঁকা রাস্তায় দ্রুত কাজ শেষ করাই তাদের লক্ষ।লক ডাউনের ফাঁকা রাস্তাকে এমন সদ্য ব্যবহারের প্রশংসা করেছে এই রাস্তায় জুরুরি কাজে বের হওয়া মানুষ।ভোগান্তি ও দুর্ঘটনা কমার স্বপ্ন দেখছেন তাঁরা।
No comments