Recent comments

ads header

Breaking News

এবার কাজ হারানোর আশঙ্কা নিউটাউনের একোয়াটিকার প্রায় শতাধিক কর্মীর

সৌভিক সরকার, নিউজ অনলাইন: এবার কর্মহীনের আশঙ্কায় নিউটাউনের আকোয়াটিকার প্রায় একশো জন শ্রমিক। গেটের বাইরের একটি নোটিশ ঘিরে কর্মহীন হওয়ার আশঙ্কা দানা বাঁধছে তাদের। সেই কারণে আকোয়াটিকার গেটের বাইরে শ্রমিকদের বিক্ষোভ। ভিতরে সমস্ত কাজ চললেও শ্রমিকদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ২৫ শতাংশ বেতনে কাজ করতে দেওয়া হোক দাবি তাদের।

বিক্ষোভকারীদের দাবি, বিগত ২২ বছর ধরে তারা এই আকোয়াটিকাতে কাজ করে চলেছে। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে কর্তৃপক্ষ তাদের জানায়, তাদের এই মুহূর্তে কাজ করতে আসতে হবে না। প্রতি মাসের বেতন তাদের দেওয়া হবে। মার্চ মাসের বেতন সঠিক পেলেও পরের মাস থেকে তারা যা বেতন পেত তার ২৫ শতাংশ বেতন দেওয়া হচ্ছিল। এই বিষয়ে কর্তৃপক্ষ কে জানানো হলেও কোনো সদুত্তর তারা পায়নি। এরপরে কয়েকদিন আগে আকোয়াটিকার গেটে একটি নোটিশ ঘিরে তারা কর্মহীন হওয়ার আশঙ্খায় ভুগছেন। নোটিশে লেখা আছে " নো এন্ট্রি উইথ আউট পারমিশন আন অথোড়াইজড এন্ট্রি উইল বি ট্রিটেড আস ক্রিমিনাল ট্রেসপাস"। তাদের আরো অভিযোগ, তাদেরকেও কাজ করতে না দিলেও বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করা হচ্ছে। সেই কারণেই আজ তারা আকোয়াটিকার গেটের সামনে বিক্ষোভ দেখায়। ২৫ শতাংশ যেমন বেতন দেওয়া হচ্ছিল সেরকম দেওয়া হোক এবং মাসে ১৫ দিনের কাজ দেওয়া হোক। নাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের।

No comments