জেলা জয় হিন্দ বাহিনীর উদ্যোগে, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির
কল্যাণ দত্ত,নিউজ অনলাইন: জেলা জয় হিন্দ বাহিনীর উদ্যোগে, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও পরিচালনায় অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবিরের। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রবিন দে, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থীব ইসলাম, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি সহ অন্যান্য নেতৃত্ব। এদিনে রক্তদান শিবিরে আগত ৫০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রশমি ব্লাড ব্যাংকের হাতে। আগত সমস্ত রক্তদাতাদের একটি করে গাছের চারা উপহার স্বরূপ তুলে দেওয়া হয়, গাছের চারা তুলে দেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ এবং খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থীব ইসলাম।
No comments