Recent comments

ads header

Breaking News

কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত এম্বুলেন্স চালক ও রোগীর পরিবারের হাতে ক্ষতিপুরণের চেক তুলে দেওয়া হল শুভেন্দু অধিকারীর তত্বাবধানে

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: গত ১৪ ই জুন তারিখে কোলাঘাট ব্লকে কোভিড এম্বুলেন্স দুর্ঘটনায় এম্বুলেন্স চালক রাজু মন্ডল ও একজন কোভিড রোগী মারা যায় পাঁশকুড়া থানার মেছোগ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে।বড়োমা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কিছুটা আগেই এ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কামারে।এই ঘটনায় চালক ও একরোগীর মৃত্যু হয়।আর এই ঘটনায় আজ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্বাবধানে আর্থিক সাহায্য ২ লক্ষ টাকার চেক ঐ দুই পরিবারের শিবানী সাঁতরা ও ছোটু মণ্ডল এই দুইজনের হাতে তুলে দেয়াও হয়।এদিন চেক দুটি তুলে দেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া ও সহসভাপতি রাজকুমার কুন্ডু।

No comments